
আমাদের পৃথিবীতে হাজার কোটি সমস্যা রয়েছে। কিছু সময় মানুষ এমন কিছু সমস্যার মধ্যে পরে। যে সমস্যা থেকে তার বের হতে জীবন শেষ হয়ে যায়। যদি সব সমস্যা বাদ দিয়ে কিছু গুরুত্ব পুণ্য সমস্যা তুলে ধরি। তবে প্রথমে আসবে ভরসা। বর্তমানে আপনি একে অপরের প্রতি আগের মত ভরসা খুজে পাবেন না। মানুষ তার দৈনন্দিন জীবনে ছোট খাটো বিষয় নিয়ে যেই পরিমাণ মিথ্যা বলে। মানুষ-মানুষকে কি করে ভরসা করবে। আপনি খেয়াল করে দেখবেন। এই ভরসা আমাদের মধ্য থেকে উঠে যাওয়ার ফলে। মানুষ -মানুষকে বিশ্বাস করা ছেরে দিয়েছে। অথচ আপনি যদি বিশ্বাস না করেন।
তবে আপনি মানুষ নয়। অন্য কিছু। কারণ আপনি মরে যাবেন এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনার জম্ম মায়ের পেট থেকে হয়েছে। বিশ্বাস করতেই হবে। মূলত চিন্তা করে দেখেন। যদি বিশ্বাস শব্দটি না থাকতো। তবে পৃথিবীতে আমরা কেউ বেচে থাকতাম না। আমি মনে করি এই বিশ্বাস শব্দটি আমাদের মধ্যে সব থেকে বড় মূল্যবান সম্পদ। কিন্তু এই বিশ্বাস শব্দাটির আমার অপব্যবহার করি।
যে কোনো বিষয় বলি। মামা বিশ্বাস কর -বন্ধু বিশ্বাস কর। এর জন্যই বিশ্বাস আর ভরসা আমাদের মধ্যে হারিয়ে গেছে। শিক্ষা বলতে এখন আমার কি বুঝি। শুধুই সার্টিফিকেট। জ্ঞান বলতে কি বোঝানো হয়? বড় হও। বিয়ে করো প্রতিষ্ঠিত হও। ভাল কাজ করো মন্দ কাজ থেকে বিরত থাকো। আর সম্পদশালী হও। এর নাম কি জ্ঞান? চুরি বলে কি বোঝানো হয়? হাঁস-মুরগী, গরু-সাগল আর পেটের জন্য চুরি করাকে বোঝায়। তবে ওই সকল মানুষ দের আপনি কি বলবেন। যারা প্রতিষ্ঠান খুলে শিক্ষার নামে চুরি করছে। ওই মানুষ গুলোকে কি বলবেন। যারা অফিস,আদালত,হাসপাতাল, শিক্ষা,উন্নয়ন -এর নামে চুরি করছে। তাদের কে আপনি কি বলবেন? যারা বড় বড় BMW গাড়িতে চরে AC -এর তলে বসে চুরি করছে। ছিন্তাই কারি কি শুধু একটা ভয় দেখিয়ে ছিন্তাই করে? বর্তমানে কলম দিয়ে মিষ্টি কথার মাধ্যমে ও ছিন্তাই হয়। বর্তমানে ডাকাতি করতে কারো বাসায় যেতে হয় না। আপনি চাইলে Online ক্যাসিনো বা বিদেশ যাওয়ার নামে ডাকাতি করতে পারবেন।
চাইলে সিজার, দালালি, জমি বিক্রি করার মাধ্যমেও ডাকাতিতি করতে পারবেন। সমাজের কথা বাদ দেন। আপনার টাকা আছে? আপনি মূর্খ হলেও জ্ঞানী। আপনার বড় গোষ্ঠী আছে? তবে মূর্খ হলেও আপনি সেখানের মাতবার। আপনার সমাজে মাত্র তিনটি জিনিস থাকতে হবে। এক :টাকা. দুই: বড় গোষ্ঠী. তিন: লাঠি. তাহলে সমাজ আপনার কথায় চলবে। আপনি যেমন বিচার করবেন। তেমন বিচার -ই সঠিক। কারণ বর্তমানে পৃথিবীতে দালালের অভাব নেই। আপনি একটি চা কিংবা দশ টাকার একটি সিগারেট দিয়ে কিংবা হাতে পাঁচশত টাকা দিয়ে হাজার-হাজার দালাল পেয়ে যাবেন। এই দালাল গুলো সামান্য এক কাপ চা-এর জন্য ইমান বিক্রি করে। ঘুষ তাদের কাছে পানির মত। কারণ পানির অপর নাম জীবন। যদি সুধ -এর কথা বলি তবে ব্যাংক গুলো মোটামুটি। তবে পৃথিবীর সরকার কিন্তু কম কিছুতে নয়। মিথ্যার আশ্রয়ে মানুষকে কখনোই মানুষ বানাতে পারেনি।
মিথ্যা প্রচার মানুষকে অমানুষ করে তোলে। প্রেম বলতে এখন আর যত্ন নিতে জানি না। ভালোবাসা বলতে এখন আর দায়িত্ব নিতে পারি না। কি করে সন্তান বড় করব। ভেজাল খাবার খেতে-খেতে মানব দেহ শেষ। সরকার, নেতা, সমাজ বলে চাকুরিটা আমার Best. সোনার সংসার সোনার দেশ সোনার মাটি আমি খাই। বিদেশ গেলে হিরা মেলে বস্তা ভরা টাকা পাই। ধর্ম- কর্ম যেমন - তেমন। বউ আমার তালাক চায়। মেয়ে আমার হারিয়ে গেছে। বুড়ো বয়সে ছেলে আমার মজা লয়ে। আসলে সমস্যা ছারা পৃথিবীতে একটা মানুষ ছিল না। তাই কষ্টের মাঝে। ভূলের মাঝে আমাদের শিক্ষা থেকে সুখ খুজে নিতে হবে। এই কথা গুলো বলার কারণ বুঝতে হবে। এবং আমাকে খুজতে হবে যদি জিবনে ভাল কিছু করতে চাও তো। তার জন্য আমাকে ফলো করো। আমার সমস্যা টু সমাধান ব্লাগটি পড়ে শেষ করো।দেখবে তোমার ভাল লাগবে। আজ এই প্রর্যন্ত দিলাম। বাকি টুকু আগামী কাল লিখে দিবো।
0 মন্তব্যসমূহ